Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে তিতাস

 এক নজরে তিতাস উপজেলা 

 

তিতাস উপজেলার তথ্য

 

উপজেলার পটভূমি

 

তিতাস উপজেলার পরিচিতি সংক্ষিপ্ত বিবরণী

 

উপজেলা পটভূমিঃ  তিতাস একটি নবগঠিত উপজেলা। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গোমতী নদীর উত্তরাংশের ৯টি ইউনিয়নকে কর্তন করে ২০০৪ সালে এ উপজেলা গঠন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গৌরীপুর-হোমনা সড়কটি তিতাস উপজেলাকে পূর্বে-পশ্চিমে দুভাগে বিভক্ত করেছে। ঢাকা অথবা কুমিল্লা থেকে গৌরীপুর বাস ষ্টেশন হয়ে গৌরীপুর-হোমনা সড়কে ৭ কিঃ মিঃ এলেই পূর্ব পাশে চোখে পরবে নয়াভিরাম নৈর্সগিক পরিবেশে প্রকৃতির অপরূপ বিশিষ্ট তিতাস উপজেলা কমপ্লে­ক্স। কুমিল্লা সদর থেকে ৫৮ কিঃমিঃ এবং রাজধানী ঢাকা থেকে ৫৫ কিঃমিঃ দূরে তিতাস উপজেলার ভৌগলিক অবস্থান।

 

   নামকরণঃ   বর্তমান তিতাস উপজেলা প্রতিষ্ঠার আন্দোলন সুত্রপাত হয়েছিল 

প্রায় দেড় যুগ পূর্বে। শুরুতে ‘‘ পীর শাহবাজ নগর ’’ থানা এবং পরবর্তীতে উপজেলা 

প্রতিষ্ঠার দাবী উথাপিত হলেও চুড়ান্ত পর্যায়ে এসে বির্তক এড়ানোর জন্য সাবেক 

মন্ত্রী ও এমপি ড. খন্দকার মোশারফ হোসেন ‘তিতাস’ নামটি প্রস্তাব করেন। একদা বহতা নদী এতদাঞ্চলের কৃষককুলের আর্শিবাদ । এ উপজেলার ৯টি ইউনিয়নের 

বুক চিরে প্রবাহমান তিতাস নদীর নামানুসারেই এই উপজেলার নামকরণ করা 

হয়েছে ‘‘ তিতাস উপজেলা ’’।

 

    উপজেলার সৃষ্টিঃ ২০০৪ সালের ২২ ফ্রেব্রয়ারি অনুষ্ঠিত নিকার বৈঠকে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯টি ইউনিয়ন কর্তন করে ‘‘তিতাস উপজেলা’’ নামে ভিন্ন একটি প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সালের ৩০ মার্চ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী  উন্নয়ন ও সমবায় 

মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার বিভাগের জারীকৃত এক প্রজ্ঞাপনে তিতাস 

উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে ঘোষণা করা হয় এবং ৪ এপ্রিল, ২০০৪ বাংলাদেশ গেজেটে অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।

 

  ভৌগোলিক অবস্থানঃ তিতাস উপজেলা কুমিল্লা  জেলার উত্তর-পশ্চিমে প্রায় শেষ প্রান্তে ২৩ ডিগ্রী ৪০ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উপজেলার দক্ষিণ ও পূর্ব পার্শ্ব দিয়ে কাঠালিয়া নদী প্রবাহিত।

 

   সীমানাঃ তিতাস উপজেলা উত্তরে হোমনা, দক্ষিণে দাউদকান্দি, পূর্বে মুরাদনগর এবং পশ্চিমে মেঘনা উপজেলা দ্বারা পরিবেষ্টিত।

 

   মোট আয়তনঃ ১০৭.১৯ বর্গ কিঃমিঃ                                                      

 

 

 

 

 

 

মানচিত্রে উপজেলা


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এক নজরে উপজেলাঃ

 ০১। এক নজরে তিতাস উপজেলাঃ

#  আয়তন                 ঃ    ১০৭.১৯ বর্গ কিঃমিঃ

#  জনসংখ্যা ( ২০১১ এর    ঃ  পুরুষ=   ৮৭,১০০ জন

    আদম শুমারী অনুসারে)       মহিলা= ৯৭,৫১৭ জন

                                       সর্বমোট   = ১,৮৪,৬১৭ জন 

#  ঘনত্ব    (জনসংখ্যা) ঃ    ৫.৭৬

#  শিক্ষার হার           ঃ     ৪২.৭৫%

#  নির্বাচনী এলাকা      ঃ    ২৫০, কুমিল্লা-২

#  থানা                  ঃ     ০১ টি

#  ইউনিয়ন              ঃ    ০৯ টি

#  গ্রাম                   ঃ     ১৩৭ টি

# মৌজা                 ঃ     ৬১ টি

# সরকারী হাসপাতাল  ঃ     ০১ টি

# স্বাস্থ্য কেন্দ্র / ক্লিনিক ঃ   উপ-স্বাস্থ্য কেন্দ্র-৩ টি,

   ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-৬ টি ও কমিউনিটি ক্লিনিক-১৬ টি।

# পোষ্ট অফিস          ঃ  ০১ টি

# নদ-নদী              ঃ   ২টি ( গোমতী, তিতাস নদী )

# হাট-বাজার           ঃ  ১০ টি

# ব্যাংক                ঃ  ০৫ টি ( সোনালী ব্যাংক, জনতা ব্যাংক-১টি, বিকেবি-২টি, অগ্রণী ব্যাংক-১টি) 

 

উপজেলার ঐতিহ্যঃ

       -

ইউনিয়ন সমূহঃ

 তিতাস উপজেলার ইউনিয়ন সংখ্যা- ০৯টি।

০১. সাতানী ইউনিয়ন , ০২. জগতপুর ইউনিয়ন, ০৩. বলরামপুর ইউনিয়ন,

০৪. কড়িকান্দি ইউনিয়ন, ০৫. কলাকান্দি ইউনিয়ন, ০৬. ভিটিকান্দি ইউনিয়ন

০৭. নারান্দিয়া ইউনিয়ন, ০৮. জিয়ারকান্দি ও ০৯. মজিদপুর ইউনিয়ন। 

প্রবাসীদের তালিকা

( ইউনিয়ন ভিত্তিক )

সংযুক্ত

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা

ইউনিয়ন ভিত্তিক

( গুরুত্বপূর্ণ ঘটনা)

মুক্তিযোদ্ধাদের নাম, আইডি, সেক্টর, বিস্তারিত বিররণী- সংযুক্ত।

দর্শনীয় স্থানঃ

  মজিদপুর জমিদার বাড়িঃ

 

তিতাস উপজেলার দর্শনীয় স্থান হিসেবে মজিদপুরের জমিদার বাড়ির উল্লেখ্যযোগ্য। বর্তমানে  জমিদার বাড়ির সবগুলো ভবনই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে ভবনগুলো বেশ কারুকার্য খচিত এবং বিভিন্ন  অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। ভবনগুলোর মাঝে সূড়ঙ্গ পথও রয়েছে।

 

সংক্ষিপ্ত বিবরণঃ  ইংরেজ আমলের প্রথমদিকে লর্ড কর্সওয়ালিস জায়গীরদারী প্রথাকে বিলুপ্ত করে জমিদারী প্রথা প্রচলন করেন। তৎকালীন মুসলমানদের প্রতি বিদ্বেষভাব থাকার কারণে ইংরেজরা হিন্দু বুদ্ধিমান ও তাবেদার শ্রেনীর লোকদের জমিদারী প্রদান করেন। বৃহত্তর দাউদকান্দি মূলতঃ মুসলিম অধ্যুষিত এলাকা বিধায় কোন প্রভাবশালী জমিদার ছিল না। সোনারগাঁয়ে হিন্দু জমিদারদের অধীনেই পরিচালিত হতে দাউদকান্দি পরগণা। তবে তিতাসের মজিদপুরে হিন্দু জমিদার বাড়ির নিদর্শন এখনও বিদ্যমান। জমিদার বাড়ির মোট ১৭টি অট্টালিকার মধ্যে ৩টি ভেঙ্গে ফেলা হয়েছে। জমিদার বাড়ির আশেপাশে ১টি দীঘি এবং ছোটবড় মিলে প্রায় ২০টি পুকুর রয়েছে। জানা যায়, জমিদারী শাসনের শুরুর দিকে মজিদপুর জমিদার বাড়ির প্রথম পুরুষ শ্রী রামলোচন বায় মজিদপুরে এসে বসতি স্থাপন করেন। মেঘনা, তিতাস, হোমনা ও মুরাদনগর পর্যন্ত তাদের জমিদারী ছিল। 

 

যোগাযোগ ব্যবস্থাঃ গৌরিপুর-হোমনা সড়কে কড়িকান্দি বাজার হতে পশ্চিম দিকে আংশিক পাকাসড়ক পথে যাতায়াত ব্যবস্থা রয়েছে।

 

প্রাকৃতিক সম্পদঃ

 ( খনিজ/বনজ/অন্যান্য সম্পদের বর্ণনা ) - নেই ।

 

 

প্রখ্যাত ব্যক্তিত্বঃ

ক্রঃ নং

পরিচিতি

ছবি

০১

সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জাল ইসলাম

 

জন্ম ও বংশ পরিচয়ঃসাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার এম তাফাজ্জাল ইসলাম ১৯৪৩ সালের ৮ ফেব্রুয়ারী তিতাস উপজেলার লালপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মমতাজউদ্দিন আহমেদ যিনি ১৯৬৫ সালে পুলিশ সুপারিনটেনডেন্ট( এসপি) হিসাবে অবসর গ্রহণ করেন।



০২

ড. এম আর খান

জন্ম ও বংশ পরিচয়ঃ  প্রখ্যাত শিক্ষাবিদ ও অগাধ পান্ডিত্বের অধিকারী ড. মজিবুর রহমান খান তিতাস উপজেলার নারান্দিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে ১৯২৫ খিস্টাব্দ মোতাবেক ১৩২৮ বঙ্গাব্দে ২১ বৈশাখ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আবদুর রশিদ খান এবং দাদ মরহুম কলিমুদ্দিন মুন্সী। মুন্সী কলিমুদ্দিন একজন বিশিষ্ট কামেল ও অধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন। মৌলভী আবদুর রশিদ খান ও ছিলেন পিতার সুযোগ্য উত্তরসুরি। এরই ধারাবাহিকায় ড. এম আর খানও অসাধারণ প্রতিভা ও সাধনা বলে খান বংশের গৌরব অক্ষুন্ন রেখেছেন। তাঁর পূর্বপুরুষরা মুন্সী বংশীয় হলেও দাদীর বংশের পদবী খান উপাধিতে বর্তমানে সমধিক পরিচিত।



০৩

এম এ লতিফ সরকার

 

জন্ম ও বংশ পরিচয়ঃ  তৎকালীন দাউদকান্দি( বর্তমান তিতাস) উপজেলার রাজনৈতিক অঙ্গনের উজ্জল নক্ষত্র এম এ লতিফ সরকার ১৯১০ সালের ২৫ ডিসেম্বর তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে ঐতিহ্যবাহী সরকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সম্ভ্রান্ত এ পরিবারের সকলেই উচ্চ শিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত।



০৪

মাহবুবুল হক দোলন

 

জন্ম ও বংশ পরিচয় ঃ  প্রখ্যাত ছাত্রনেতা আমৃত্যু রাজনীতির সাথে সম্পৃক্ত মাহবুবুল হক দোলন ১৯৪৩ সালে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুরে ঐতিহ্যবাহী শিকদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ রকিবুল হক শিকদার উপ-সচিব ছিলেন। গৌরবোজ্জ্বল শিক্ষাজীবনের অধিকারী পিতার পদাঙ্ক অনুসরণ করে মাহবুবুল হক দোলন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজীতে অনার্স এবং সাংবাদিকতায় এমএ ডিগ্রী লাভ করেন।



০৫

ড. মোহাম্মদ আবদুল লতিফ

 

জন্ম ও বংশ পরিচয় ঃ  বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ আবদুল লতিফ ১৯২৪ সালে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুরে ঐতিহ্যবাহী শিকদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম মৌঃ আলী হায়দার। 



০৬

ড. রকিব উদ্দিন আহমদ

জন্ম ও বংশ পরিচয়ঃ  অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ও গৌরবোজ্জ্বল শিক্ষা জীবনের অধিকারী ড. রকিবউদ্দিন আহমদ ১৯০৪ সালে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাতাকান্দি গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম নজুমুদ্দিন সরকার। 

ছবি নাই

০৭

প্রফেসর ড. আবদুস সালাম ভু্ঁইয়া

জন্ম ও বংশ পরিচয় ঃ  বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষক ড. আবদুস সালাম ভুইয়া ১৯৪৬ সালে ৪ জানুয়ারী তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী জগতপুর গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম তালেবুর রহমান ভুইয়া ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি এবং সরকারী কর্মকর্তা।  



০৮

মোঃ আতাউর রহমান

জন্ম ও বংশ পরিচয় ঃ  সড়ক ও জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান সরকার ১৯৩৭ সালে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী জিয়ারকান্দি গ্রামের এক বিত্তশালী, সুশিক্ষিত ও সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম হাফিজ উদ্দিন সরকার।



০৯

লেঃ কর্ণেল( অবঃ) মোঃ মনোয়ার হোসেন বীর বিক্রম

 

জন্ম ও বংশ পরিচয় ঃ  বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্ণেল( অবঃ) মোঃ মনোয়ার হোসেন বীর বিক্রম ১৯৫২ সালের ১১ নভেম্বর তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামে ঐতিহ্যবাহী শিকদার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম এ.কে মুর্শিদ আহম্মেদ।  



 

হোটেল ও আবাসনঃ

    উপজেলা গেষ্ট হাউজঃ  

   কুমিল্লা জেলা পরিষদের ০১(এক)টি ডাকবাংলো রয়েছে। দোতলা ভবন বিশিষ্ট মোট ৬(ছয়)টি রুম এর মধ্যে একটি ভিআইপি ও ৫টি সাধারণ ( ১তলায় ৩টি এবং ২য় তলায় ৩টি কক্ষ)। 

     রুম/সিট ভাড়া( প্রতিসিট)ঃ        

১)  সরকারী কর্মকর্তার জন্য     =  ২০/-

২) বেসবকারী কর্মকর্তার জন্য  =  ৪০/-

 

যোগাযোগের ঠিকানাঃ  কড়িকান্দি (তিতাস উপজেলা স্বাস্থ্যকমপে­ক্স এর 

উত্তর পাশে)

 গৌরিপুর-হোমনা রোড,  তিতাস, কুমিল্লা।

যোগাযোগ ব্যবস্থাঃ

বাস, জীপ, কার ও মাইক্রোবাস যোগে ঢাকা অথবা কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস ষ্টেশন হয়ে গৌরীপুর-হোমনা সড়কে ৭ কিঃ মিঃ এলেই পূর্ব পাশে চোখে পড়বে নয়াভিরাম নৈর্সগিক পরিবেশে প্রকৃতির অপরূপ বিশিষ্ট ‘‘ তিতাস উপজেলা কমপ্লে­ক্স ’’। কুমিল্লা সদর থেকে ৫৮ কিঃমিঃ এবং রাজধানী ঢাকা থেকে ৫৫ কিঃমিঃ দূরে তিতাস উপজেলার ভৌগলিক অবস্থান।

পত্র-পত্রিকাঃ

তিতাস উপজেলার থেকে প্রকাশিত একটি মাত্র পত্রিকা- ‘‘সাপ্তাহিক কালপুরুষ’’

খেলাধুলা ও বিনোদনঃ

ক্রিকেট,ফুটবল,ব্যাডমিন্টন,হাডুডু  ইত্যাদি খেলা প্রতিযোগিতা হয়।

ফটোঃ

 (গুরুত্বপূর্ণ স্থান, ব্যক্তি, ঘটনা ছবি )

 

 

 

 

 

 

মজিদপুর জমিদার বাড়ীর

 

       
   
  1.  
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

শিক্ষা প্রতিষ্ঠান

( ইউনিয়ন/পৌরসভা ভিত্তিক)

কলেজ

২টি( ১টি স্কুল এন্ড কলেজসহ)  ‘‘চ ’’ ছক অনুযায়ী পৃথক পৃথক তথ্য বিবরণী সংযুক্ত

মাধ্যমিক বিদ্যালয়

১০টি  ‘‘চ ’’ ছক অনুযায়ী পৃথক পৃথক তথ্য বিবরণী সংযুক্ত

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

১টি ‘‘চ ’’ ছক অনুযায়ী পৃথক পৃথক তথ্য বিবরণী সংযুক্ত

প্রাথমিক বিদ্যালয়

৫২টি ‘‘চ ’’ ছক অনুযায়ী পৃথক পৃথক তথ্য বিবরণী সংযুক্ত

মাদরাসা

৯টি ‘‘চ ’’ ছক অনুযায়ী পৃথক পৃথক তথ্য বিবরণী সংযুক্ত

 

স্বাস্থ্য বিষয়ক

( ইউনিয়ন/ পৌরসভা ভিত্তিক)

 সরকারী হাসপাতালঃ ০১টি

 

 # স্বাস্থ্য কেন্দ্র / ক্লিনিক ঃ   উপ-স্বাস্থ্য কেন্দ্র-৩টি,

 # ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র-৬ টি ও কমিউনিটি ক্লিনিক-১৬ টি।

   রেজিস্টার্ড ডাক্তার  ঃ  ০৯ জন

 

ইউনিয়ন

উপ-স্বাস্থ্যকেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

কমিউনিটি ক্লিনিক

রেজিস্টার্ড ডাক্তার

সাতানী

-

০১

০১

০১

জগতপুর

০১

-

০২

০১

বলরামপুর

-

০১

০১

০১

কড়িকান্দি

-

০১

০২

০১

কলাকান্দি

-

০১

০২

০১

ভিটিকান্দি

-

০১

০৩

০১

নারান্দিয়া

০১

-

-

০১

জিয়ারকান্দি

-

০১

০১

০১

মজিদপুর

০১

-

০৪

০১

 

০৩

০৬

১৬

০৯

 

স্বাস্থ্য কর্মী তালিকা ঃ- সংযোজিত

 

স্বাস্থ্য কর্মসূচী       ঃ-

 

জনস্বাস্থ্য বিষয়ক   ঃ- 

 

কৃষি বিষয়ক

তিতাস উপজেলার বিসিআইসি এর অনুমোদিত ডিলার সংখ্যা= ০৯ জন,

 খুচরা ডিলারের সংখ্যা-৪০জন। 

 

খাদ্য উৎপাদনঃ-  ৩০.০১৯ মেঃটন

 

সার ডিলার এর তালিকা( ইউনিয়ন ভিত্তিক)

 

ক্রঃ নং

খুচরা ডিলারের নাম

ইউনিয়ন

মোকাম

বিসিআইসি ডিলারের নাম ও ঠিকানা

০১

মোঃ মজিবুর রহমান

সাতানী

পুরান বাতাকান্দি

১.  মেসার্স তানভির এন্টারপ্রাইজ

প্রোঃ আনোয়ার  হোসেন

সাতানী, তিতাস, কুমিলস্না

০২

আঃ মালেক

-ঐ-

কালির বাজার

০৩

শেখ ফরিদ

-ঐ-

সাতানী বাজার

০৪

মোঃ পলিন

জগতপুর

বাতাকান্দি

২. মেসার্স ভুইয়া এন্টারপ্রাইজ

প্রোঃ নুরম্নল আলম ভুইয়া

জগতপুর, বাতাকান্দি বাজার, তিতাস, কুমিলস্না

০৫

মোঃ আসিফ সরকার

-ঐ-

-ঐ-

০৬

সামছুল হক ভুইয়া

-ঐ-

উজিরাকান্দি

০৭

নারায়ন চন্দ্র ভৌমিক

-ঐ-

জগতপুর

০৮

আঃ মতিন

-ঐ-

-ঐ-

০৯

হুমায়ুন কবির

-ঐ-

বাতাকান্দি

১০

রিয়াজুল ইসলাম

বলরামপুর

বাতাকান্দি

৩. মেসার্স কে. আলী ট্রেডার্স

প্রোঃ শেখ ফরিদ

বলরামপুর, তিতাস, কুমিলস্না

১১

এফ এ জহির

-ঐ-

বড় গাজীপুর

১২

মজিবুর রহমান

-ঐ-

বাতাকান্দি

১৩

মামুন ভুইয়া

-ঐ-

মাছিমপুর

১৪

আমিরম্নল ইসলাম

-ঐ-

বাতাকান্দি

১৫

নুরুল ইসলাম

-ঐ-

বড় গাজীপুর

১৬

নিজাম উদ্দিন খান

-ঐ-

-ঐ-

১৭

নুরুল আমিন মুন্সী

কড়িকান্দি

কড়িকান্দি

৪. মেসার্স ইমরাম এন্টারপ্রাইজ

প্রোঃ মোঃ এমদাদ

কড়িকান্দি বাজার , তিতাস, কুমিল্লা।

১৮

 মোঃ সফর আলী মুন্সী

-ঐ-

-ঐ-

১৯

মোঃ মামুন মিয়া

-ঐ-

-ঐ-

২০

মোঃ সেলিম মিয়া

-ঐ-

কাপাসকান্দি

২১

ইকবাল হোসেন

-ঐ-

কাড়িকান্দি বাজার

২২

মোঃ মোবারক হোসেন

কলাকান্দি

কলাকান্দি

৫. মেসার্স আজিজ এন্ড ব্রাদার্স

প্রোঃ আঃ আজিজ

মাছিমপুর বাজার, তিতাস,কুমিল্লা

২৩

অনিল চন্দ্র সাহা

-ঐ-

মাছিমপুর

২৪

মজিবুর রহমান

-ঐ-

কলাকান্দি

২৫

তাজুল ইসলাম

-ঐ-

খানেবাড়ী

২৬

আক্তার হোসেন

-ঐ-

মাছিমপুর বাজার

২৭

মোঃ জসিম

ভিটিকান্দি

হরিপুর

৬. মেসার্স নিপা ট্রেডার্স

প্রোঃ সাইফুল ইসলাম

ভিটিকান্দি, তিতাস, কুমিল্লা।

২৮

মোঃ স্বপন মিয়া

-ঐ-

রঘুনাথপুর সাতানী

২৯

মোঃ আনোয়া হোসেন

-ঐ-

নারায়নপুর

৩০

আঃ লতিফ

নারান্দিয়া

আসমানিয়া

৭. মেসার্স জামান ট্রেডার্স

প্রোঃ আলীমুজ্জামান(অপু)

আসমানিয়া বাজার, তিতাস, কুমিল্লা।

৩১

মোঃ জহিরুল ইসলাম

-ঐ-

আসমানিয়া

৩২

আরিফুল ইসলাম

-ঐ-

-ঐ-

৩৩

মোঃ নুরে আলম

-ঐ-

কাচারী বাজার

৩৪

শাহ আলম

-ঐ-

আসমানিয়া বাজার

৩৫

মোঃ মোসলেম সওদাগর

জিয়ারকান্দি

দড়িকান্দি

৮. মেসার্স অনন্যা এন্টারপ্রাইজ

প্রোঃ হাজী আঃ রহমান

দড়িকান্দি, তিতাস, কুমিল্লা

৩৬

মোঃ নজরুল ইসলাম

মজিদপুর

লালপুর

৯. মেসার্স হোসেন এন্টাপ্রাইজ

প্রোঃ দেলোয়ার হোসেন

শাহ পুর বাজার, তিতাস, কুমিল্লা

৩৭

নাছির উদ্দিন মুন্সী

-ঐ-

মোহনপুর ট্রলার ঘাট

৩৮

আঃ রহিম

-ঐ-

শাহাবৃদ্ধি বাজার

৩৯

আবুল হাসেম

-ঐ-

বালুয়াকান্দি বাজার

৪০

জয়নল আবেদীন

-ঐ-

মৌটুপী শিবপুর

 

 

বেসরকারী প্রতিষ্ঠান

এনজিও

আর্থিক প্রতিষ্ঠান

( নামের তালিকা)

  1. ব্র্যাক, ২.আশা, ৩.সিসিডিএ, ৪.সুদীপ, ও ৫.এলডিপি, গ্রমীণ ব্যাংক ইত্যাদি উল্লেখ্যযোগ্য

ধমীয় প্রতিষ্ঠান

মসজিদ/ঈদগাহ/করবস্থান/মন্দির/আশ্রম/শ্বশান

সংখ্যা ও নামের তালিকা

(ইউনিয়ন পরিষদ তথ্য বিবরণীতে ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যাসহ নামের তালিকা সংযুক্ত রয়েছে )