Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিষ্টেমে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি
বিস্তারিত

খবর

ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিষ্টেমে রেজিষ্ট্রেশন করার পদ্ধতি

 

প্রিয় উদ্যোক্তাবৃন্দ, আপনারা যারা গত বছর রেজিষ্ট্রেশন করেছিলেন তাদের আর নতুন করে রেজিষ্ট্রেশন করার কোন প্র্য়োজন নেই । যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তাদের  রেজিষ্ট্রেশন করার সুবিধার জন্যে পদ্ধতিটি লিখে দিলাম ।  পুরনো উদ্যোক্তাবৃন্দরা নতুন উদ্যোক্তাদের রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে সাহায্য করতে পারেন । রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ (ক) প্রথমে ব্রাউজারের কাশ, কুকিজ ও হিষ্টোরী ক্লিয়ার করে নিন। মজ়িলা দিয়ে ব্রাউজ করলে ভালো হয় । (খ) এরপরে http://dcms.e-service.gov.bd/ এই ওয়েব সাইটে লগ ইন করুন । (গ) এরপরে রেজিষ্ট্রেশন মেন্যু থেকে রেজিষ্ট্রেশন শুরু করুন । আপনার সেন্টারে যদি ইতিপূর্বে কোন উদ্যোক্তা রেজিষ্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে ব্যবহারকারী রেজিষ্ট্রেশন থেকে রেজিষ্ট্রেশন করবেন ।আর আপনার সেন্টারে আজকে পর্যন্ত কোন উদ্যোক্তা রেজিষ্ট্রেশন না করা থাকে তাহলে উদ্যোক্তা রেজিষ্ট্রেশন থেকে রেজিষ্ট্রেশন করতে হবে ।   (ঘ) রেজিষ্ট্রেশন ফরমে ই-মেইল আইডি ব্যতীত সকল তথ্য বাংলাতে দিতে হবে । (ঙ) সংখ্যা লেখার ভিতরে কোন প্রকার কমা দেওয়া যাবেনা । (চ) সকল তথ্য পূরন করার পর সংরক্ষন বাটনে ক্লিক করলে রেজিষ্ট্রেশন সফল ভাবে তৈরী লেখা দেখাবে । (চ) এরপরে ইউএনও স্যার তার নিজস্ব আইডি দিয়ে অনুমোদন দিলে অনুমোদন হয়ে যাবে । (ছ) অনুমোদন দেওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড তার নিজস্ব ই-মেইলে চলে যাবে । (জ়) এই বছরে রেজিষ্ট্রেশনকরা উদ্যোক্তাদের আগামী জানুয়ারী/ফেব্রুয়ারীতে আইডিকার্ড দেওয়া হবে ।  এরপরেও কোন সমস্যা হলে আমাকে ই-মেইলে জানাবেন ।প্রয়োজনে স্ক্রীনশট দিয়ে পাঠাবেন ।  আমার ই-মেইল আইডিঃ anupamhasan1@gmail.com সূত্র : http://uiscbd.ning.com/profiles/blogs/5681065:BlogPost:2193470

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/01/2019
আর্কাইভ তারিখ
16/02/2019